নানা আয়োজনে আমিনা মনসুর কলেজে শেখ রাসেলের ৫৯ জন্মদিন পালিত
১৯ মে, ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ন

  

নানা আয়োজনে আমিনা মনসুর কলেজে শেখ রাসেলের ৫৯ জন্মদিন পালিত

আব্দুল জলিল
১৮-১০-২০২২ ০৬:২০ অপরাহ্ন
নানা আয়োজনে আমিনা মনসুর কলেজে শেখ রাসেলের ৫৯ জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজে নানা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন “শেখ রাসেল দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল দশটায় কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলামের নেতৃত্বে শিক্ষক কর্মচারীগণ কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। পরে হলরুমে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফরিদুল ইসলাম, উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুন নূর, শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির সিয়াম ইসলাম।

বক্তারা শেখ রাসেলের শিশুমনের আকুতি এবং চেতনাকে দেশের প্রতিটি শিশুর মাঝে ছড়িয়ে দেবার আহবান জানিয়ে বলেন, যার নেতৃত্বে দেশ পেলাম সেই নেতার পরিবারকে হত্যা ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়।ছোট্ট শিশুর রাসেলের তো কোন দোষ থাকার কথা না। তবে তাকেও হত্যা করে ঘাতকেরা দেশকে আবারো তাবেদার রাষ্ট্রে পরিণত করার নীল নকশা এঁকেছিলো। কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করেনি। এক রাসেল লক্ষ রাসেল হয়ে আমাদের প্রেরণা জোগাচ্ছে।  


আব্দুল জলিল ১৮-১০-২০২২ ০৬:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 239 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com