বেলকুচিতে খাবার না পেয়ে কিশোরীর আত্মহত্যা
২১ মে, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ন

  

বেলকুচিতে খাবার না পেয়ে কিশোরীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৪-২০২০ ১০:৩৪ অপরাহ্ন
বেলকুচিতে খাবার না পেয়ে কিশোরীর আত্মহত্যা
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে বাবার কাছে খাবার চেয়েও না পেয়ে ক্ষুদার জালা সয্য করতে না পারে গলায় ওরনা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে এক কিশোরী আত্মহত্যা করছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সারে চারটার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের ওয়াবদা খাদের উপড় বসবাসরত তাদের ঘরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী আহরোজা খাতুন (১০) ঐ গ্রামের আলম শেখের মেয়ে। নিহত কিশোরীর পিতা আলম শেখ কাঁন্না জরিত কন্ঠে বলেন, করোনা ভাইরাসের কারনে সরকার বাহিরে যেতে মানা করেছে। তাই কয়দিন ধরে কাজ করতে পারছিনা। বাজারও করতে পারছিনা। বিকালে মেয়ে আমার কাছে খাবার চেয়েছে। আমি খাবার দিতে পারিনি। বাড়িতে খাবার না থাকায় রাগ করে ঘরে ভিতরে ধরনার সাথে গলায় সাথে ওরনা পেঁছিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নূর-এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৪-২০২০ ১০:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 16578 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com