উল্লাপাড়ায় বিয়ে করতে কণে বাড়িতে যাওয়ার সময় বর আটক
২১ মে, ২০২৪ ১২:২৭ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বিয়ে করতে কণে বাড়িতে যাওয়ার সময় বর আটক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-১০-২০২০ ০৬:২২ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিয়ে করতে কণে বাড়িতে যাওয়ার সময় বর আটক
উল্লাপাড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উল্লাপাড়ায় একটি বাল্য বিয়ে বন্ধ করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ। উল্লাপাড়া মডেল থানা পুলিশ আব্দুল হাকিম রেজা (১৫) নামের বরকে আটক করেছে। উপজেলার পুর্ণিমাগাঁতী ইউনিয়নের কৈবত্তগাঁতী গ্রামের আরশের আলী মেয়ে আয়রিন নিহারের (১৪) বিয়ের প্রস্তুতি চলছিল। পুর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন সরকার জানান, কৈবত্তগাতী গ্রামের আরশের আলীর মেয়ে আয়রিন নিহারকে বিয়ে করতে বরযাত্রীসহ আব্দুল হাকিম রেজা যাচ্ছিলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশকে বিয়ে বন্ধের নির্দেশ দেন। এই নির্দেশনার আলোকে উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোশারফ হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সহযোগীতায় রাস্তা থেকে বর আব্দুল হাকিম রেজাকে আটক করে থানায় নিয়ে আসে। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন রাস্তা থেকে অপ্রাপ্ত বয়স্ক বর আব্দুল হাকিম রেজাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-১০-২০২০ ০৬:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 20392 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com