কাজিপুরে হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু
০৫ মে, ২০২৪ ০৭:৩০ অপরাহ্ন

  

কাজিপুরে হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু

আব্দুল জলিল
২৩-০৪-২০২৪ ০৬:২৯ অপরাহ্ন
কাজিপুরে হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু

সারাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপদাহের কারণে হিটস্ট্রোকে সিরাজগঞ্জের কাজিপুরে পেয়ারা ব্যাপারী (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই বৃদ্ধ নিজের ক্ষেতে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকের শিকার হয়ে ঘটনাস্থলেই মুত্যৃর কোলে ঢলে পড়েন। পেয়ারা ব্যাপারী উপজেলার গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম চরের বাসিন্দা। গান্ধাইল ইউনিয়নের ইউপি সদস্য আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে বৃদ্ধ পেয়ার ব্যাপারী তার কৃষি জমি দেখার জন্য যমুনায় জেগে ওঠা চরের মধ্যে যান। পরে প্রচন্ড রোদে সে অসুস্থতাবোধ করে চরের বালির উপর পড়ে হিট স্ট্রোক আক্রান্ত হয় মারা যান। ওইদিন সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে একদল শ্রমিক বালির উপর বৃদ্ধ পেয়ারা ব্যাপারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। ওইদিন রাতে এলাকায় মাইকিং করে মরহুমের লাশ দাফন করা হয়।

 কজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, আমি ইউপি সদস্যের নিকট থেকে বিষয়টি জেনেছি। নিহত ব্যক্তির বয়স আশির উপরে। তিনি হিটস্্েরাকে মারা গেছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।


আব্দুল জলিল ২৩-০৪-২০২৪ ০৬:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com