কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খলিল সিরাজীর পাল্টা সংবাদ সম্মেলন
১৮ মে, ২০২৪ ১১:৩০ অপরাহ্ন

  

কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খলিল সিরাজীর পাল্টা সংবাদ সম্মেলন

আব্দুল জলিল
২৯-০৪-২০২৪ ০৫:১১ অপরাহ্ন
কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খলিল সিরাজীর পাল্টা সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনের  চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজী সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবী করেছেন। এর আগে অপর  দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী  তাদের প্রচারে বাধা, ভয়ভীতি দেখানে ও মারধোর করার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছিলেন। সোমবার সকাল ১০ টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান  খলিলুর রহমান সিরাজী। তিনি  জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে বিগত ২০১৯ সালে  নির্বাচনে তিনি কাজিপুর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকে অদ্যাবধি তিনি কাজিপুর আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নির্দেশনায় এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে চরাঞ্চলে রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন সহ স্মার্ট কাজিপুর নির্মাণে ভুমিকা রেখেছেন। এজন্য তিনি সিরাজগঞ্জের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জানান, তাঁর উন্নয়ন কর্মকান্ডকে ম্লাণ করার জন্য প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ও আশরাফুল আলম তাঁকে জড়িয়ে সংবাদ সম্মেলন করে  সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে  কল্পকাহিনী নির্ভর অভিযোগ উত্থাপন করেছেন। তারা সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছেন। তিনি অভিযোগ করেন, ওই ২ প্রার্থী নির্বাচনী এলাকায় না থেকে ভোটারদের নিকট ভোট না চেয়ে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছেন। তাদের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার কানে না নেয়ার জন্য ভোটারদের অনুরোধের পাশাপশি  উৎকানিমূলক অপপ্রচারের নিন্দা ও ক্ষোভ  জানিয়েছেন।


আব্দুল জলিল ২৯-০৪-২০২৪ ০৫:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 326 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com