জান্নাতি পাথর‘হাজরে আসওয়াদ’-
০৩ মে, ২০২৪ ০৬:৩৯ পূর্বাহ্ন

  

জান্নাতি পাথর‘হাজরে আসওয়াদ’-

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৮-১২-২০২৩ ০১:৩৮ অপরাহ্ন
জান্নাতি পাথর‘হাজরে আসওয়াদ’-
আব্দুল লতিফ চৌহালী - সিরাজগঞ্জ প্রতিনিধি হাজরে আসওয়াদ’—কাবাঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথরের নাম। আরবি ‘হাজর’ শব্দের অর্থ পাথর আর ‘আসওয়াদ’ শব্দের অর্থ কালো। অর্থাৎ কালো পাথর। ‘হাজরে আসওয়াদ’ বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর। হজযাত্রীরা হজ করতে গিয়ে এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন। হাজরে আসওয়াদের কিছু বৈশিষ্ট্য হাদিসের গ্রন্থগুলোতে হাজরে আসওয়াদের বৈশিষ্ট্য সম্পর্কে প্রচুর আলোচনা এসেছে। রাসুল (সা.) বলেছেন, ‘হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর, তার রং দুধের চেয়ে বেশি সাদা ছিল। এরপর বনি আদমের পাপরাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে।’(জামে তিরমিজি : ৮৭৭, মুসনাদে আহমাদ, ১/৩০৭, ৩২৯) অন্য হাদিসে ইরশাদ হয়েছে, ‘হাজরে আসওয়াদ জান্নাতেরই একটি অংশ। হাজরে আসওয়াদ চুম্বনের ফজিলত হাজরে আসওয়াদ চুম্বন করা বরকতময়। রাসুল (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে। আল্লাহ রহমতে আমি তিনবার হাজরে আসওয়াদ চুম্বন দেয়ার আল্লাহ তাওফিক দানকেছেন আমিন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৮-১২-২০২৩ ০১:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 166 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com