শিরোনামঃ
![]() ০৩-০৮-২০২১ ০৬:৩৯ অপরাহ্ন |
নির্ধারিত সময়ের মধ্যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত করোনার টিকা গ্রহণ না করলে অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার (৩ আগস্ট) অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসের যে সকল কর্মকর্তা ও কর্মচারী এখনো করোনা টিকা গ্রহণ করেননি তাদেরকে নিবন্ধন সম্পন্ন করে আগামী ১৬ আগস্টের মধ্যে টিকা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
অ্যাটর্নি জেনারেল অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী টিকা গ্রহণ সম্পর্কিত টিকা কার্ড/টিকা সনদ আগামী ২২ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে প্রশাসনিক শাখায় জমা প্রদান করবেন বলেও নির্দেশনায় বলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com