শিরোনামঃ
![]() ১৩-০৭-২০২১ ০৪:২৪ অপরাহ্ন |
কুমিল্লায় আবারও করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার দুটি কেন্দ্রে চলবে টিকাদান কার্যক্রম। কেন্দ্রগুলো হলো- জেলা সিভিল সার্জন কার্যালয় এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক)।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১টায় টিকা কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সিটি কর্পোরেশনের বাসিন্দারা ছাড়া কুমিল্লায় অন্যরা মডার্নার টিকা পাবেন না। এছাড়াও যারা এর আগে নিবন্ধন করে কোভিশিল্ডের জন্য কেন্দ্রের এসএমএস পেয়েছেন তারা মডার্না টিকার জন্য নিবন্ধন করতে পারবেন না। কিন্তু যারা নিবন্ধন করেছেন কিন্তু এখনও কেন্দ্র নিশ্চিত করে এসএমএস পাননি তারা এ টিকার জন্য অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস পাবেন।
কুমিল্লা জেলায় এ পর্যন্ত সর্বমোট ৫ লাখ ৩৫ হাজার ডোজ টিকা এসেছে। এরমধ্যে ভারতীয় কোভিশিল্ড ৪ লাখ ২৯ হাজার ডোজ, চীনা সিনোফার্ম এর ১ লাখ ৬ হাজার ডোজ এবং মডার্নার ১৩ হাজার ২০০ ডোজ। কুমিল্লা সিটির বাসিন্দারা মডার্নার টিকা পাবেন এবং সিনোফার্মের টিকাগুলো বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ইতোমধ্যে টিকার জন্য সুরক্ষা অ্যাপসে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী যারাই টিকা যোগ্য তাদেরকে নিবন্ধন করেন টিকা নেয়ার অনুরোধ করা যাচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com