মেহেরপুরে ৩য় দিনে ঢিলেঢালাভাবে চলছে কঠোর বিধিনিষেধ
১৩ অক্টোবর, ২০২৫ ০৭:২৬ পূর্বাহ্ন

  

মেহেরপুরে ৩য় দিনে ঢিলেঢালাভাবে চলছে কঠোর বিধিনিষেধ

নিউজরুম
২৬-০৬-২০২১ ০৯:১২ অপরাহ্ন
মেহেরপুরে ৩য় দিনে ঢিলেঢালাভাবে চলছে কঠোর বিধিনিষেধ

মেহেরপুরে করোনা নিয়ন্ত্রণে জেলাজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। বরাবরের মতোই পুলিশের টহল টিম জেলার বিভিন্ন সড়কে থাকলেও তারা ছিল না তেমন তৎপর। তবে জেলা থেকে আজও ছেড়ে যায়নি কোনো বাস।

শনিবার (২৬ জুন) দুপুর ১২টায় রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ছিল চোখে পড়ার মতো। এদিকে বিপাকে পড়েছেন খেটে-খাওয়া সাধারণ মানুষ। তারা বলছেন, পেটের দায়ে ঘর থেকে বের হতে হচ্ছে।

jagonews24

এসময় রিকশাচালক রায়হান জানান, শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনো আয় হয়নি তার। সরকারি সহযোগিতার দাবি করেন তিনি।

এদিকে বড় বাজারের ব্যবসায়ী আজিজুল হক বলেন, ‘দোকান বন্ধ থাকলেও খোলা রয়েছে সরকারি-বেসরকারি অফিসসহ গরুর হাট। সেখানে কী করোনা নেই? শুধু দোকান নয় সব কিছু বন্ধ করে করোনা মোকাবিলা করতে হবে। শুধু তাই নয় রাস্তায় মানুষের আনাগোনা বেড়েছে। মানুষের চলাচল রোধে প্রশাসনকে নজর রাখতে হবে।’

jagonews24

মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম বলেন, ‘লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। করোনার বিস্তার রোধে যা যা করণীয়, তাই করা হবে। কোনোস্থানে বিধিভঙ্গের ব্যাপারে তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে। সেইসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার নমুনা শনাক্তের হার ৬৬ শতাংশ। জেলায় নতুন করে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এসময় করোনায় মৃত্যু হয়েছে দুজনের। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬০১ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৯ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯ জন।


নিউজরুম ২৬-০৬-২০২১ ০৯:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 299 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com