ভারতের জন্য নিষেধাজ্ঞা বাড়াল কানাডা, পাকিস্তানের মিলল অনুমতি
১৩ অক্টোবর, ২০২৫ ০১:২৩ অপরাহ্ন

  

ভারতের জন্য নিষেধাজ্ঞা বাড়াল কানাডা, পাকিস্তানের মিলল অনুমতি

নিউজরুম
২২-০৬-২০২১ ০৭:৫৭ অপরাহ্ন
ভারতের জন্য নিষেধাজ্ঞা বাড়াল কানাডা, পাকিস্তানের মিলল অনুমতি

ভারত থেকে কানাডা ভ্রমণে নিষেধাজ্ঞা আরও ৩০ দিন বাড়ানো হয়েছে। তবে পাকিস্তান থেকে যাত্রীদের কানাডায় যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

দেশটির পরিবহনমন্ত্রী ওমর আলঘাব্রা বলেছেন, ‘ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা দেশটির ওপর বিধিনিষেধ বাড়িয়ে দিয়েছি। আমরা পরিস্থিতি পর্যালোচনা করে এগিয়ে যাচ্ছি।’

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রসহ সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গে ২১ জুলাই পর্যন্ত বিধিনিষেধ বাড়ায় কানাডা।

একই সঙ্গে ভারত ও পাকিস্তানের জন্য ২২ এপ্রিল থেকে ৩০ দিনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করেছিল কানাডা। ফলে এই দুটি দেশের সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল কানাডায়। এবার নিষেধাজ্ঞা বাড়িয়ে ২ জুলাই পর্যন্ত করা হয়েছে। তবে সেটা ভারতের জন্য। পাকিস্তানের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। তবে টিকা এবং প্রতিরক্ষামূলক সরঞ্জাম বহনকারী কার্গো বিমানগুলো ভারত থেকে কানাডায় প্রবেশের অনুমতি পাবে।

এদিকে ভারত থেকে কেউ যদি কানাডায় যেতে চান, তাহলে তাকে ভ্রমণের আগ মুহূর্তে করোনা পরীক্ষা করাতে হবে। ফলাফল অবশ্যই নেগেটিভ হতে হবে।

বিশিষ্ট কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন, ‘করোনার শুরু থেকেই জাস্টিন ট্রুডো সরকার আগাম সতর্কতা নিতে পিছপা হননি। দক্ষিণ এশিয়ায় কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্টের ব্যাপক উপস্থিতিতে নিষেধাজ্ঞা ৩০ দিন বাড়ানোর ঘোষণাটি প্রশংসনীয়।’

অন্যদিকে কানাডায় গত বছরের মার্চ মাসে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ব্রিটিশ কলম্বিয়ায়। তারপর থেকেই দেশটির সরকার দেশের নাগরিকদের সুস্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেয়।

বিশেষ করে দেশটির নাগরিকদের স্বাস্থ্যের উপর গুরুত্বারোপ করেই ভারতের সঙ্গে ফ্লাইট স্থগিত আরও ৩০ দিন বাড়ানো হয়েছে। তাছাড়াও নাগরিকরা যেন দ্রুত ভ্যাক্সিনেশনের আওতায় আসে সেদিকেও কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৯ হাজার ৬০০ সাতজন হয়েছে। আর মারা গেছেন ২৬ হাজার ৮৪ জন। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৪০০ ৯১ জন।


নিউজরুম ২২-০৬-২০২১ ০৭:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 228 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com