শিরোনামঃ
![]() ১০-০৬-২০২১ ০৯:০০ অপরাহ্ন |
করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাতক্ষীরার চলমান লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক এস এস মোস্তফা কামাল জানান, প্রথম ধাপে সাতক্ষীরায় সাতদিন লকডাউন ঘোষণা করা হয়। তবে এসময়ে করোনার ঊর্ধ্বগতি না কমায় চলমান লকডাউন আরও সাতদিন বর্ধিত করা হয়েছে। আগামী ১৭ তারিখ রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে।
এদিকে করোনা উপসর্গ নিয়ে চার ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুন) দুপুর ২টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অর্ধশতাধিক।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com