নোয়াখালীতে আরও ৯৪ জনের করোনা শনাক্ত
১৩ অক্টোবর, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন

  

নোয়াখালীতে আরও ৯৪ জনের করোনা শনাক্ত

নিউজরুম
০৭-০৬-২০২১ ১২:৪৪ অপরাহ্ন
নোয়াখালীতে আরও ৯৪ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে দিন দিন বেড়ে চলেছে করোনাভাইরাসের প্রকোপ। জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্তের ফল পাওয়া গেছে। আক্রান্তের হার ২৩ দশমিক ৬৮ শতাংশ। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ১৫১ জন।

এছাড়া জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জনে।

সোমবার (৭ জুন) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে বেগমগঞ্জ উপজেলায় একজনের মৃত্যু হয়েছে’।

ডা. মাসুম বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরের ৭১ জন, সুবর্ণচরে একজন, বেগমগঞ্জের ১০ জন, সোনাইমুড়ীর একজন, চাটখিলের তিনজন, সেনবাগের পাঁচজন, কোম্পানীগঞ্জের দুজন ও কবিরহাটে একজন রয়েছেন’।

তিনি আরও জানান, ‘বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩৯ রোগী ও আইসোলেশনে রয়েছেন ৯ জন।'


নিউজরুম ০৭-০৬-২০২১ ১২:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 252 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com