ফুটপাতের দোকানে বেড়েছে কেনাকাটা
১৭ অক্টোবর, ২০২৫ ০৩:৩৪ পূর্বাহ্ন

  

ফুটপাতের দোকানে বেড়েছে কেনাকাটা

নিউজরুম
০৪-০৫-২০২১ ০৯:৫৩ অপরাহ্ন
ফুটপাতের দোকানে বেড়েছে কেনাকাটা

ঈদুল ফিতরের বাকি আর ৯ দিন। রোজার শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা জমে উঠেছে শরিয়তপুরের ফুটপাতের দোকানে।

মঙ্গলবার (৪ মে) শরিয়তপুরের পালং বাজারের ফুটপাতে সরেজমিনে দেখা যায়, ব্যবসায়ীরা দম ফেলার সুযোগ পাচ্ছেন না। ঈদ যতোই এগিয়ে আসছে বিক্রিও ততোই বাড়ছে। ফুটপাতের জুতা, পাঞ্জাবি, কাপড় ও বিপণি-বিতানে দেখা গেছে ক্রেতাদের বেশি ভিড়।

jagonews24

ফুটপাতে শার্ট ও প্যান্টের পসরা সাজিয়ে বসেছেন মুজাম্মেল হক মোল্লা নামে এক ব্যাবসায়ী। তিনি জানান, বিক্রি ভালোই হচ্ছে। সকাল থেকেই ক্রেতা সমাগম শুরু হয়েছে। দুপুরে বেচা বিক্রি কম হয়। তবে ভালো বিক্রি হচ্ছে।

jagonews24

দুপুরে পালং ইউনিয়নের কুরাশি থেকে এসেছেন হাসি। তিনি বলেন, সস্তা হওয়ায় ভাগনির জন্য জামা প্যান্ট কিনলাম। মধ্যবিত্ত হওয়ায় আমাদের ফুটপাতের দোকানই ভরসা।

jagonews24

শরীয়তপুর সদরের ডোমসার থেকে আসা আমির হোসেন বলেন, দুই ছেলে এক মেয়ে নিয়ে আমার পরিবার। সামনে ঈদ তাই সন্তানদের জন্য জামা, প্যান্ট কিনতে এসেছি। গরিব তাই ফুটপাত থেকে কিনছি।


নিউজরুম ০৪-০৫-২০২১ ০৯:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 451 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com