শিরোনামঃ
![]() ১৬-১০-২০২৫ ০৪:১৪ অপরাহ্ন |
হাত ধোয়ার উপকারিতা জানান দিতে প্রতিবারের ন্যায় এবারও সিরাজগঞ্জের কাজিপুরে পালিত হয়েছে হাতধোয়া দিবস। বৃহস্পতিবার দুপুরে “হাত ধোয়ার নায়ক হোন ” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে উপজেলার কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাঈমা জাহান সুমাইয়া।
অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার সঠিক নিয়ম সরাসরি দেখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাসেল। হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, সহকারি শিক্ষা অফিসার আবু সাঈদ, মাসুদ রানা, মোছাঃ দিলরুবা, জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম সবুজ, প্রধান শিক্ষক জেসমিন খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনস্বাস্থ্যের মেকানিক আব্দুর রউফ। এসময় শতাধিক শিক্ষার্থী হাত ধোয়ায় অংশ নেয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com