শিরোনামঃ
![]() ১২-১০-২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন |
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচিতে ৮৯ হাজার ১৩৮ জন শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন কাজিপুর উপজেলা সহকারি কমিশনার) ভূমি ও ভারপ্রাপ্ত ইউএনও নাঈমা জাহান সুমাইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোঃ রাসেল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু সাঈদ, ওসি তদন্ত আবু সাঈদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সাঈদ প্রমূখ।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এক ডোজ করে টাইফয়েডের টিকা পাবে। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে। এই ক্যাম্পেইনের মোট ৬৪৯ টি টিকাদান কেন্দ্রে থেকে ৮৮ হাজার ৮০৯ জন শিশু ও কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হবে।এরমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ৩৬০ টি, কমিউনিটি ক্লিনিক ২৮৮ টি এবং স্থায়ী কেন্দ্র ১ টি। শিক্ষা প্রতিষ্ঠানে চলবে ১২ থেকে ৩০ অক্টোবর, কমিউনিটি ক্লিনিকে ১ থেকে ১৩ নভেম্বর এবং স্থায়ীকেন্দ্রে ১৩ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, জন্ম নিবন্ধন দিয়ে নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে। এই টিকা টাইফয়েড প্রতিরোধে খুবই কার্যকর বলেও তিনি জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com