শিরোনামঃ
![]() ১৪-০৭-২০২৫ ০৪:০৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিলো ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে তারুণ্যের ক্ষমতায়ন। কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার চিত্রা ঘোষ। এছাড়া তরুনদেরকে আগামীর পরিণত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান, উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নিজ নিজ কর্মে ভালো করায় এবছর আটজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরা হলেন পরিবার কল্যান সহকারি আমিনা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈকত সাহা, পরিবার কল্যাণ পরিদর্শিকা মিনা খাতুন, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার জয়নুল আবেদীন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সোনামুখী, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চরগিরিশ ইউনিয়ন, শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন ও শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডশীপ। অনুষ্ঠানের প্রধান অতিথি পুরস্কারগুলো সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com