কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
০৯ অক্টোবর, ২০২৫ ০৩:৩৮ অপরাহ্ন

  

কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আব্দুল জলিল
২৮-০৫-২০২৫ ০৫:৩১ অপরাহ্ন
কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

“ শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন”এই প্রতিপাদ্যে   কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫  উপলক্ষ্যে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার(২৮ মে ) কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সকাল ১০ টায়  ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। এরপর স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহনাজ পারভী। তিনি বলেন, সকল মানুষের বিশেষ করে গর্ভবতী মায়েদের বিভিন্ন ফলমুল ,শাকসবজি যেমন আম,কাঠাল ,জাম ,আনারস, লিচু,কলা পেপে আঙ্গুরসহ সিজন ভিত্তিক পাওয়া ফল খাওয়া জরুরি। এতে করে  মানবদেহের পুষ্টি ঘাটতি পুরণ হবে। সভায় কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার অনুপ কুমার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ২৮-০৫-২০২৫ ০৫:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 88 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com