সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন
১০ জুলাই, ২০২৫ ০৭:৫৬ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন

দিলীপ গৌর
১৯-০৪-২০২৫ ০৮:২৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন

 : বাংলাদেশে প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু হাসপাতালটি সিরাজগঞ্জে স্থাপনের দাবি জানিয়ে বক্তব্যে বলেন, বাংলাদেশে ৩টি চীন-বাংলাদেশ মৈত্রী ১০০০ বেডের আধুনিক হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে বৃহৎ এই হাসপাতাল স্থাপনের পর্যাপ্ত সরকারি সম্পত্তি রয়েছে। 


তিনি আরও বলেন, সিরাজগঞ্জ জেলায় ১টি চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মান করা হলে উত্তরাঞ্চলসহ সারাদেশের মানুষ সহজে সেবা নিতে পারবে। কারন সড়ক, রেল ও নৌপথে সহজেই দেশের যে কোন প্রান্ত থেকে সিরাজগঞ্জ যাতায়াত করা সম্ভব।


সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত প্রেস কনফারেন্সে ব্যাবসায়ী, চিকিৎসক, গণমাধ্যম কর্মীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


দিলীপ গৌর ১৯-০৪-২০২৫ ০৮:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 244 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com