শিরোনামঃ
![]() ১৭-০৪-২০২৫ ০৬:০১ অপরাহ্ন |
আবদুল জলিলঃসিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে দুইদিনব্যাপী হাঁস পালন বিষয়ক খামারিদের কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডা. নন্দ দুলাল টিকাদার ও জেলা প্রণিসম্পদক কর্মকর্তা ডা. একেএম আনোয়ারুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান দিপু। প্রশিক্ষণে হাঁস পালনের গুরুত্ব, নারীর ক্ষমতায়নে প্রাণিসম্পদের ভূমিকা, হাঁস পালন পদ্ধতি, রোগ বালাই, টিকা প্রদান ও জীবনের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com