গাউছুল আযম বরিয়াবরী পাক দরবার শরীফে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) আজিজুলঃ গাউছুল আযম বরিয়াবরী পাক দরবার শরীফে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ।
ইসলামের শেষ নবী, সৃষ্টিকুলের শিরোমণি হযরত মুহম্মদ (সা.) এর পৃথিবীতে আগমনের দিনটি স্মরণে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী (সা.)।
শুক্রবার দিনটি ঘিরে গাউছুল আযম বরিয়াবরী পাক দরবার শরীফে মিলাদ ও দোয়া মাহফিলসহ ১ দিনের নানা কর্মসূচি পালিত হয়। আউলাদে রাসূল (সাঃ) আল্লামা শাহসুফি সৈয়দ রওশন হোসেন রেজভী আল-চিশতী নিজামী (মা:জি:আ:) হুজুরের নেতৃত্বে জুমআ'র পর দরবার শরীফের সামনে থেকে কালিয়াকৈর উপজেলার আওতাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শোভাযাত্রা ও জশনে জুলুস পালিত হয়। বাদ মাগরিব ঈদ এ মিলদুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয় দরবার শরীফ প্রাঙ্গণে।
হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেছিলেন মহানবী হযতর মুহম্মদ (সা.)। হিজরি পঞ্জিকা অনুযায়ী এ দিনটিকেই ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন বাংলাদেশে সহ সমস্ত বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান। সরকারি ছুটিও থাকে এদিন।
৫৭০ খ্রিষ্টাব্দে আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন হযরত মুহাম্মদ (সা.)। মানবমন্ডলীর মুক্তর দূত হয়ে অন্ধকার দূরীভূত করে প্রতিষ্ঠা করেন শান্তির ধর্ম ইসলাম।
নিউজরুম ২১-০৯-২০২৪ ০৪:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 79 বার দেখা হয়েছে।