সিরাজগঞ্জে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাচিপ'র বর্নাঢ্য আয়োজন
০৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩২ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাচিপ'র বর্নাঢ্য আয়োজন

অনলাইন নিউজ এডিটর
২৪-০৬-২০২৪ ১২:৩১ অপরাহ্ন
সিরাজগঞ্জে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাচিপ'র বর্নাঢ্য আয়োজন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে রবিবার সকালে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও বিশেষ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্বাচিপের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ ওয়ালিউল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক ডাঃ আলামিন হোসেন আশিক, সাবেক ছাত্রলীগ নেতা ডাঃ অবাইদুর রহমান সহ স্বাচিপের জেলা শাখার সকল সদস্য।

এছাড়া আরো উপস্থিত ছিলেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চিকিৎসকমন্ডলী, ইন্টার্নী চিকিৎসক, সিরাজগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ, নার্সেস, প্যারামেডিক্যাল, আউটসোর্সিং এবং জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। 

সাধারণ সম্পাদকের বক্তব্যে ডাঃ আলামিন হোসেন বলেন, "বাংলাদেশ আওয়ামীলীগ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেমের আদর্শ বুকে ধারণ করে, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন হাসিনার চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেশী বেগবান করে
সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করতে চায় সিরাজগঞ্জ জেলা স্বাচিপ। তিনি আরও বলেন প্রবীণ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে গঠিত সিরাজগঞ্জ জেলা স্বাচিপ বাংলাদেশের মধ্যে স্বাচিপের রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ।" 


অনলাইন নিউজ এডিটর ২৪-০৬-২০২৪ ১২:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 422 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com