শিরোনামঃ
![]() ২৩-০১-২০২৪ ০৬:৩৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সনদ না থাকায় একটি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার কাজিপুরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল। এসময় সনদ না থাকায় একটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেন। বন্ধ প্রতিষ্ঠানগুলো হলো সোনামুখীর ফারুক আল নাসির ওয়েলফেয়ার হাসপাতাল, সিমান্তবাজারের মা ও শিশু স্বাস্থ্য শিক্ষা ও পল্লী ফাউন্ডেশন.,সোনামুখী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও চরপানাগাড়ির জননী ডায়াগনস্টিক সেন্টার। কাজিপুর উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা জানান, বন্ধ প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ লাইসেন্স নেই। তাই নিয়মানুযায়ী বন্ধ করে দেয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com