শিরোনামঃ
![]() ২৭-১১-২০২৩ ০৫:৪৫ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল। সভায় মূল বিষয়টির উপর আলোচনায় অংশ নেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকারিয়া খান আরিফ, মেডিকেল অফিসার ডাঃ রুবাইয়া, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক।
এসময় বক্তাগণ যথেচ্ছভাবে এন্টিবায়োটিক ব্যবহারে নানা ক্ষতিকর দিক তুলে ধরেন। অতিরিক্ত ও ডোজ শেষ না করায় অনেকের শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এই এন্টিবায়োটিক। যার ফলে শরীরে অনেক রোগেই এসব এন্টিবায়োটিক আর কাজ করে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করে বক্তাগণ সবাইকে এ বিষয়ে সচেতন হবার পরামর্শ দেন। এরপর এক র্যালি স্বাস্থ্যকমপ্লেক্স চত্ত্বর প্রদক্ষিণ করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com