শিরোনামঃ
![]() ০২-১১-২০২৩ ০৫:২৫ অপরাহ্ন |
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১৫ জন মহিলার মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে এই ঋণ বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত মহিলাদের স্বাবলম্বী করতে গাভী পালনের জন্যে এই ঋণ প্রদান করা হয়েছে। কাজিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন। পরে প্রধান অতিথি মহিলাদের হাতে ঋণের চেক তুলে দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com