কাজিপুরে ব্রাকের উদ্যোগে বিশেষ চক্ষু ক্যাম্প
০২ নভেম্বর, ২০২৪ ১১:১৪ অপরাহ্ন

  

কাজিপুরে ব্রাকের উদ্যোগে বিশেষ চক্ষু ক্যাম্প

আব্দুল জলিল
০৮-০৯-২০২৩ ০৯:৫৮ পূর্বাহ্ন
কাজিপুরে ব্রাকের উদ্যোগে বিশেষ চক্ষু ক্যাম্প

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুরে ব্রাকের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। ব্রাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় এই কার্যক্রমের ফলে প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ জন শিক্ষার্থীর চোখ পরীক্ষা করা হয়। পরে সেখানে উপস্থিত বয়ষ্কদেরও চক্ষু পরীক্ষা করা হয়। 

আলমপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন  সহকারি কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম,  শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান,  পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, পৌর কমিশনার  রোকনুজ্জামান, ব্রাকের জেলা সমন্বয়কারী মোহাম্মদ রইসউদ্দিন, ব্রাকের স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক শহিদুল ইসলাম।

ক্যাম্প পরিচালনা করেন আই কেয়ার, ব্রাকের টেকনিশিয়ান সাদ সরকার ও ব্রাক, কাজিপুর এর প্রকল্প সহকারি নার্গিস  খাতুন।


আব্দুল জলিল ০৮-০৯-২০২৩ ০৯:৫৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 198 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com