রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজশাহী বিভাগে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে।
দৈনন্দিন স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিকসেবা, করোনা প্রতিশেধক টিকা প্রদানসহ সামগ্রিক কাজের ভিত্তিতে এই স্বীকৃতি পেলো সেবাদানকারী এই প্রতিষ্ঠানটি। জয়পুরহাট জেলায় গত বৃহস্পতিবার (১ জুন ) আয়োজিত মাসিক সমন্বয় সভায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বীকৃতি ও সন্মাননা স্মারক প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ হাবিবুল আহসান তালুকদার । এসময় তাঁর সাথে ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ এ বি এম আবু হানিফ । সভায় সংশ্লিষ্ট বিভাগের সকল সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গত রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল বিভাগীয় শ্রেষ্ঠত্বের সম্মাননা পাওয়ার বিষয়টি গণমাধ্যম কমির্দের জানান। এসময় তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের চিকিৎসা ও ওষুধ নিশ্চিতকরণ, নরমাল ডেলিভারি ও সিজারিয়ান বিভাগ চালু, অচল এক্সরে সচল, হাসপাতাল চত্ত্বর দালালমুক্ত করণসহ সরকারি নির্দেশনা মোতাবেক শতভাগ করোনা টিকা প্রদানের লক্ষ্যে কাজ করেছি। কমিউনিটি ক্লিনিকগুলোতে জবাবদিহিতার সঙ্গে সেবাগ্রহীতাদের স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করেছি। স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ পরিস্কার পরিচ্ছন্নতা, মা ও শিশু ওয়ার্ড চালু, কিশোর কিশোরী কর্নারসহ বিভিন্ন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। একারণে আমরা সব সময় গণনার মধ্যেই ছিলাম। এবার সেরার খেতাবটি জুটলো। এই খেতাব আমাদের টিম ওয়ার্কের ফল।এজন্য ধন্যবাদ জানাই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের। এসময় তিনি সার্বিক সহযোগিতার জন্যে স্থানীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয় ,উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।