প্রচন্ড গরমে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়েছে
০৯ অক্টোবর, ২০২৫ ১০:০৫ অপরাহ্ন

  

প্রচন্ড গরমে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়েছে

আব্দুল জলিল
১০-০৫-২০২৩ ০৫:৩৪ অপরাহ্ন
প্রচন্ড গরমে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়েছে

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে গত কয়েকদিনের প্রচন্ড তাপদাহের কারণে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রোগীর চাপ বেড়েছে। গত তিনদিনে স্বাভাবিক সময়ের চেয়ে রোগী ভর্তির পরিমাণ ৩০ থেকে ৩৫ ভাগ বলে বেড়েছে হাসপাতালসূত্রে জানা গেছে। বাড়তি রোগী সবাই জ্বর, ডায়েরিয়া ও  হিটস্ট্রোকের মতো রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 বুধবার দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে দেখা গেছে বাড়তি রোগীর চাপ সামাল দিতে  হাসপাতালের মেঝেতে বেড ও স্থানীয়ভাবে কাঁথা ও চাদর  বিছিয়ে দেয়া হয়েছে। সেখানে শুয়ে  চিকিৎসা নিচ্ছেন অনেকে। এদের বেশির ভাগই  প্রচন্ড সর্দিজ্বর, ডায়েরিয়া কিংবা হিটস্ট্রোকে আক্রান্ত। একশ শয্যার এই হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দেড়গুণ বেশি  রোগী। পলাশবাড়ি গ্রামের সত্তর বছর বয়সের সলিম মন্ডলকে তার সন্তানেরা মঙ্গলবার রাতে  উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এসেছেন। তিনি গত দুইদিন যাবৎ ডায়েরিয়ায় ভুগছেন। প্রচন্ড জ্বর নিয়ে মহিলা ওয়ার্ডে ভর্তি হয়েছেন রহিমা বিবি। তার স্বজনরা তাকে  প্রায় অজ্ঞান অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে বলে জানান মেডিকেল অফিসার ফিরোজ মিয়া।

আবাসিক মেডিকেল অফিসার জাকারিয়া খান আরিফ জানান, প্রায় পাঁচদিন যাবৎ স্বাভাবিকের চেয়ে প্রতিদিন ত্রিশ থেকে পঁয়ত্রিশজন করে বেশি রোগী এসেছে। আমরা সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছি। প্রচন্ড তাপদাহের কারণে এ রকম হয়ে থাকতে পারে বলে তিনি জানান।


আব্দুল জলিল ১০-০৫-২০২৩ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 360 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com