শিরোনামঃ
![]() ২০-০২-২০২৩ ০৯:১৭ অপরাহ্ন |
সারদেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে শিশুদের। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
পরে অতিথিবৃন্দ হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সঠিকভাবে পরিচালনার খাতিরে দিক নির্দেশনা প্রদান করেন। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাকারিয়া খান আরিফসহ মেডিকেল অফিসারসহ চিকিৎসা সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকদের ডাক্তার মোমেনা পারভীন পারুল বলেন,” বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে।আজ কাজিপুরের অর্জন ৪৬ হাজার ৬০ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় সেবা প্রদান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com