কাজিপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
১৫ অক্টোবর, ২০২৫ ০৩:২৫ পূর্বাহ্ন

  

কাজিপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

আব্দুল জলিল
১৬-০১-২০২৩ ০৬:৩১ অপরাহ্ন
কাজিপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টার- দ্বিতীয় পর্যায়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   সোমবার বেলা এগারোটায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে  তিনি মসজিদগুলোর উদ্বোধন করেন।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই মসজিদ এর পূর্ত কাজ করেন গণপূর্ত বিভাগ এবং সার্বিক বাস্তবায়ন করেন ইসলামিক ফাউন্ডেশন।

এ উপলক্ষে স্থানীয়ভাবে কাজিপুর উপজেলার মেঘাই বাজারে অবস্থিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাগণসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঘ্চালনা করেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা।

 কাজীপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নবনিযুক্ত পেশ ইমাম হাফেজ আব্দুল গাফফার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধণী অনুষ্ঠানটি বড় পর্দায় দেখানো হয়।


আব্দুল জলিল ১৬-০১-২০২৩ ০৬:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 422 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com