কাজিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদে সন্তান প্রসব করায় উপহার পেলেন তিন প্রসূতি
১০ অক্টোবর, ২০২৫ ০৮:৫১ পূর্বাহ্ন

  

কাজিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদে সন্তান প্রসব করায় উপহার পেলেন তিন প্রসূতি

আব্দুল জলিল
২৭-০৯-২০২২ ০৬:০৭ অপরাহ্ন
কাজিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদে সন্তান প্রসব করায় উপহার পেলেন তিন প্রসূতি

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেয়া তিনজন প্রসূতিকে উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে জন্ম-মৃত্যুর নিবন্ধন বিষয়ে এক সেমিনারে অংশ নেন সিরাজগঞ্জের  স্থানীয় সরকারের উপ পরিচালক(ডিডিএলজি) তোফাজ্জল হোসেন। সেমিনার শেষে তিনি স্বাস্থ্যকমপ্লেক্সে স্বাভাবিকভাবে জন্ম দেয়া প্রসূতিদের খোঁজ খবর নেন।  স্বাস্থকেন্দ্রে এসে নিরাপদে সন্তান জন্ম দেয়া ওই তিন প্রসূতিকে উপহার প্রদান করেন।এসময় ডিডিএলজি বলেন, ওই তিন সাহসী মা যমুনা নদী পার হয়ে কাজিপুর স্বাস্থ্যকেন্দ্রে এসেছে। এই সিদ্ধান্ত সঠিক ছিলো। আমি আজকেই তাদের জন্ম নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করার ব্যবস্থা নিচ্ছি। বর্তমান সরকার জন্ম মৃত্যু নিবন্ধনের গুরুত্ব দিয়েছেন। যথাসময়ে এই কাজগুলো করা জরুরি।এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল, আবাসিক মেডিকেল অফিসার, ডা, জাকারিয়া খান, উপজিলা মিহলা বিষয়ক র্মকর্তা চিত্রা রানী সাহা, সমাজসেবা অফিসার আলাউদ্দিন, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিলসহ স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত নার্সগণ। # (ছবি আছে)

 

  আবদুল জলিল, কাজিপুর, সিরাজগঞ্জ

    ২৭/৯/২২   ০১৭৪০-৯৯ ২৩ ২১


আব্দুল জলিল ২৭-০৯-২০২২ ০৬:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 411 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com