কাজিপুরের সোনামুখীতে ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন
১৫ অক্টোবর, ২০২৫ ০৯:৫৭ পূর্বাহ্ন

  

কাজিপুরের সোনামুখীতে ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন

আব্দুল জলিল
২৭-১২-২০২১ ০৪:৪৭ অপরাহ্ন
কাজিপুরের সোনামুখীতে ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে ব্র্যাক ব্যাংকের ৬৬০তম এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন হয়েছে। সোমবার(২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনামুখী হাট অফিসের সামনে ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার।

সিরাজগঞ্জের এজেন্ট রিলেশনশিপ কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের এরিয়া প্রধান এবং সিরাজগঞ্জ এসএম ই কৃষি শাখার ব্যবস্থাপক রিপন কুমার রায়, বগুড়া জোনের রিজিওনাল প্রধান (স্মল বিজনেস)  তরুন কুমার সরকার, সোনামুখী এজেন্ট ব্যাংকের স্বত্তাধিকারী রানা আহমেদ, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক শ্রী উজ্জ্বল কুমার ভৌমিক, কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা, বগুড়া জোনের এজেন্ট ব্যাংকের টিম লিডার রাজিব মিয়া প্রমুখ।

সভায় রানা আহম্মেদ বলেন, কিছু স্পেশাল সুবিধা এলাকাবাসিকে দেবার জন্যেই আমি ব্যাক ব্যাংকের আউটলেটের জন্যে আবেদন করি। আজকে এই শাখাটির উদ্বোধনের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হলো। আশা করি মানুষ এখান থেকে ভালো সেবা পাবে।


আব্দুল জলিল ২৭-১২-২০২১ ০৪:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1181 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com