শিরোনামঃ
![]() ১৮-১২-২০২১ ১১:৩৩ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ ব্যাংকিং জগতে আলোড়ন সৃষ্টিকারী এজেন্ট ব্যাংকিং শাখার পথিকৃত ব্রাক ব্যাংকের শাখার উদ্বোধন আগামী ২৭ ডিসেম্বর। সোনামুখী বাজারের মেসাস মেহেনেত ট্রেডিং এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী রানা আহাম্মেদ এই এজেন্ট ব্যাংকিং শাখার এমডি। কাজিপুরের ঐতিহ্যবাহী এক সময়ের বন্দরখ্যাত সোনামুখীতে ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করেই এই শাখাটির উদ্বোধন হচ্ছে। বেসরকারি ব্যাংকিং জগতের পুরোধা ব্র্যাক ব্যাংক এই শাখাটি স্থাপনের সব প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে।
এজেন্ট শাখার এমডি রানা আহম্মেদ জানান, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অন্যতম অংশীদার এজেন্ট ব্যাংকিং শাখাগুলো। তারই ধারাবাহিকতায় গ্রামীণ ক্ষুদ্র ও জামানত প্রদানে অক্ষম তথা এমন সব ব্যবসায়ী যাদের কথা কেউ বিবেচনাই করে না তাদের জন্যে আমি এই শাখাটি স্থাপন করছি। এই অঞ্চলের সাধারণ মানুষকে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, বাজার তথা আশপাশের ব্যবসায়ীদের সহজ শর্তে লোনের ব্যবস্থা করে মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তিনি আরও জানান, আশা করি এলাকার ব্যবসায়ীগণ এতে উপকৃত হবেন। তাছাড়া অন্যান্য সুবিধাদি অন্য সাধারণ ব্যাংকের মতোই থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com