শিরোনামঃ
![]() ১২-১২-২০২১ ০৫:১৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২১ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার(১১ ডিসেম্বর) সকালে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ৪ দিনব্যাপী (১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর) পর্যন্ত জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।
এ সময় হিসেবে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার দেব ব্রত রায়, , উপজেলা পঃ পঃ কর্মকর্তা পলাশ ভৌমিক, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম প্রমুখ।
কাজিপুর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লক্ষ আই.ইউ) ১১৯২ জন শিশুকে এবং ১২-৫৯ (দুই লক্ষ আই.ইউ) মাস বয়সী ৯৭০২ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কোনও বিকল্প নাই। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য নিরাপদ। শিশুর অন্ধত্ব থেকে রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ অপরিহার্য। কোন শিশু যেন ভিটামিন ‘এ’ খাওয়ানোর সরকারি এ কার্যক্রম থেকে বাদ না পড়ে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com