দেশে করোনায় একদিনে রেকর্ড ২৫৮ মৃত্যু, শনাক্ত প্রায় ১৫ হাজার
১১ অক্টোবর, ২০২৫ ০৪:০৮ পূর্বাহ্ন

  

দেশে করোনায় একদিনে রেকর্ড ২৫৮ মৃত্যু, শনাক্ত প্রায় ১৫ হাজার

নিউজরুম
২৭-০৭-২০২১ ০৭:০৫ অপরাহ্ন
দেশে করোনায় একদিনে রেকর্ড ২৫৮ মৃত্যু, শনাক্ত প্রায় ১৫ হাজার
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও ২৫৮ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৯ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২৪৭ জনের। একই সময়ে নতুন করে আরও ১৪ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৭২৫ জনের। গতকাল শনাক্ত হয়েছিল ১৫ হাজার ১৯২ জন। মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫২ হাজার ৪৭৮ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ। উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজরুম ২৭-০৭-২০২১ ০৭:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 385 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com