বেলকুচিতে কেন্দ্রীয় যুবলীগের সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০৭-২০২১ ০২:০৫ অপরাহ্ন
|
|
বেলকুচিতে কেন্দ্রীয় যুবলীগের সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচিতে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উদ্যোগে সচেতনতা বৃদ্ধি ও ফ্রি মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন নিখিলের আহ্বানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৭ দিন ব্যাপী বেলকুচিতে ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুল ইসলাম সজিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিক, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বনানী থানা আ'লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রমানিক, সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম আহাম্মেদ ও পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৭-২০২১ ০২:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 421 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ