শিরোনামঃ
![]() ১৫-০৭-২০২১ ১২:৩৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে করোনার টিকা নিতে মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।গত মঙ্গলবার (১৩ জুলাই) থেকে দ্বিতীয় ধাপের টিকা প্রদান শুরুর পর থেকেই প্রতিদিন টিকা গ্রহিতাদের ভীড় বাড়ছে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ। জেলায় একমাত্র এই স্বাস্থ্যকেন্দ্রটিতে রয়েছে ত্রিশটি করোনা বেড এবং বিশাল পরিসর। গত দুইদিনে তিনশ বত্রিশ জন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সিনোফার্মার এই টিকা গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল।তিনি জানান এবার চাকুরিজীবীদের মধ্যে টিকা গ্রহণে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিদিন প্রশিক্ষিত স্বাস্থ্য সহকর্মিগণ দুইটি পুরুষ এবং একটি মহিলা বুথে এই টিকা প্রদান করছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সিনোফার্মার এই টিকার ২৪শ ভায়াল বরাদ্দ রয়েছে কাজিপুরের জন্য। প্রতিটি ভায়ালে দুই জনকে টিকা প্রদান করা যাবে। দ্বিতীয় ডোজের জন্য ২৪শ টিকা বাদ রেখে ১ম ডোজে ২৪শ জনকে টিকা দেয়া হবে। ৩৫ বছরের কম বয়সীদের প্রদান করা হবে না এই টিকা।
প্রথম ধাপে কাজিপুরে ১০ হাজার আটশ মানুষকে অক্সফোর্ডের টিকা প্রদান করা হয়েছিল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com