করোনা আক্রান্তদের খাবার সহায়তা দিচ্ছেন কাজিপুর উপজেলা যুবলীগ
১৩ অক্টোবর, ২০২৫ ১২:৫৯ পূর্বাহ্ন

  

করোনা আক্রান্তদের খাবার সহায়তা দিচ্ছেন কাজিপুর উপজেলা যুবলীগ

আব্দুল জলিল
০৮-০৭-২০২১ ০৪:৪৯ অপরাহ্ন
করোনা আক্রান্তদের খাবার সহায়তা দিচ্ছেন কাজিপুর উপজেলা যুবলীগ

 করোনা আক্রান্তদের খাবার ও অন্যান্য সহায়তা দেবার কার্যক্রম শুরু করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের  নিকট তাদের কার্যক্রমের বর্ণনা দেন।  গত সোমবার থেকে শুরু করে ইতোমধ্যে তারা ৭৮ জন করোনা পজেটিভ ব্যক্তির বাড়িতে গিয়ে চাল, ডাল, তেল, ফলমূল, লেবু, মাস্ক ও স্যানিটাইজার পৌঁছে দিয়েছেন। কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ও সাধারণ সম্পাদক আলী আসলামের নেতৃত্বে একটি টিম সিএনজি আটোরিক্সা নিয়ে এসব সামগ্রি পৌঁছে দিচ্ছেন।

সিরাজগঞ্জ-১ কাজিপুরের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের অর্থায়নে ও দিক নির্দেশনায় করোনাকালিন সময় পর্যন্ত চলমান থাকবে বলে জানান যুবলীগ সভাপতি বিপ্লব সরকার। তিনি জানান, ‘ এই কাজের জন্যে আমরা একটি সিএনজি অটোরিক্সা পেয়েছি। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা পজেটিভ রোগিদের তালিকা সংগ্রহ করা হয়। পরদিন আমরা এমপি জয় সাহেবের উপহার সামগ্রি পজেটিভ রোগিদের বাড়ি পৌঁছে দিচ্ছি।’
 সাধারণ সম্পাদক আলী আসলাম জানান, ‘কাজিপুরের করোনা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে যাচ্ছে। দিন দিন শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা যুবলীগ তাদের পাশে রয়েছে। আমরা একটি হটলাইন নম্বর দিয়েছি। ফোন করলে আমরা তাদের সেবা প্রদানে সহায়তা করছি।’  


আব্দুল জলিল ০৮-০৭-২০২১ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 503 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com