শিরোনামঃ
![]() ০৮-০৭-২০২১ ০৪:৪৩ অপরাহ্ন |
করোনা পরিস্থিতির এ সংকটময় মুহূর্তে বিভিন্ন রোগীদের চিকিৎসা দিতে সিরাজগঞ্জের কাজিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনীর বগুড়া এরিয়ার ১১ পদাতিক ডিভিশন। উপজেলার সোনামুখী উপ-স্বাস্থ্য কেন্দ্র চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর ২জন চিকিৎসকের সমন্বয়ে এ মেডিকেল টিম শতাধিক রোগীকে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
বৃহস্পতিবার (৮জুলাই) বেলা সাড়ে ১২টায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন, লেফটেন্যান্ট কর্ণেল তাহমিনা।
এসময় উপস্থিত ছিলেন, ১১পদাতিক ডিভিশনের মেজর সাইফুল ইসলাম, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল, সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খাঁন প্রমুখ।
চিকিৎসা শেষে এসব রোগীদের মাঝে সাবান, হ্যাণ্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করে সেনাবাহিনী।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com