কাজীপুরে একদিনে ১৭ জন করোনায় আক্রান্ত
১৩ অক্টোবর, ২০২৫ ০১:৪১ পূর্বাহ্ন

  

কাজীপুরে একদিনে ১৭ জন করোনায় আক্রান্ত

আব্দুল জলিল
০৫-০৭-২০২১ ০৫:০৯ অপরাহ্ন
কাজীপুরে একদিনে ১৭ জন করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের কাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিভিন্ন উপসর্গ থাকায় ৫৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে এই রিপোর্ট আসে। সোমবার (৫ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোমেনা পারভীন পারুল। 

জানা গেছে, চালিতাডাঙ্গা ৪, কাজীপুর সদর ৬, তেকানি ১, গান্ধাইল ২, রতনকান্দি ২ ও সোনামুখী ইউনিয়নে ২ জন করে নতুন আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ে কাজীপুরে ৩শ ৮০ জনের নমুনা পরীক্ষায় ১শ ১৪ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।


আব্দুল জলিল ০৫-০৭-২০২১ ০৫:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 394 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com