উল্লাপাড়া সমাজসেবা কর্মকর্তা পৌর কাউন্সিলর সহ করোনায় আক্রান্ত ৪
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০৭-২০২১ ০৬:৩৮ অপরাহ্ন
|
|
উল্লাপাড়া সমাজসেবা কর্মকর্তা পৌর কাউন্সিলর সহ করোনায় আক্রান্ত ৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার (১ জুলাই) উল্লাপাড়া সমাজসেবা কর্মকর্তা, পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সহ ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এ্যানটিগেন টেস্টে ১ জন এবং সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের টেস্টে ২ জন । করোনায় আক্রান্তরা হলেন-সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেব, পৌর কাউন্সিলর মোঃ আজাদ হোসেন, উপজেলার বামন ঘিয়ালা গ্রামের চান মিশা(৬০) ও বাগমারা গ্রামের মনিরুজ্জামান(৩৯)।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা এবং কোভিড-১৯ ফোকাল পারসন ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষার রিপোর্টে উল্লাপাড়ার ২ জন এবং উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এ্যানটিগেন টেস্টে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এরা সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছে ।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০৭-২০২১ ০৬:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 899 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ