বেলকুচিতে চাচা ভাতিজা হকার্স মার্কেট উদ্বোধন করলেন পৌর মেয়র রেজা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৯-০৪-২০২১ ০৯:০৬ অপরাহ্ন
|
|
বেলকুচিতে চাচা ভাতিজা হকার্স মার্কেট উদ্বোধন করলেন পৌর মেয়র রেজা
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজারস্থ চাচা ভাতিজা হকার্স মার্কেটের উদ্বোধন করেছে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
বৃহম্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার মুকুন্দগাঁতীস্থ চাচা ভাতিজা হকার্স মার্কেটের উদ্বোধন করা হয়েছে।
পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সাথে এ সময় উপস্থিত ছিলেন মুকুন্দগাতী বাজার বনিক সমবায় সমিতির সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, ব্যবসায়ী আলহাজ্ব আবু সাইদ প্রমানিক, আওয়ামীলীগ নেতা মানিক মন্ডল, কাউন্সিলর ফজলুর রহমান ফজল, ব্যবসায়ী আনেয়ার হোসেন, যুবলীগ নেতা ফারুক সরকার ছাত্রলীগ নেতা আবু নাসের বক্কারসহ স্থানীয় ব্যবসায়ীগণ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-০৪-২০২১ ০৯:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 745 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ