শিরোনামঃ
![]() ১৫-০৪-২০২১ ০১:২৮ অপরাহ্ন |
লকডাউনের অজুহাতে সিরাজগঞ্জেরে তাড়াশের বিভিন্ন হাট বাজারে কাচা ব্যাবসায়ীরা সবজির দাম হাকাচ্ছেন ইচ্ছেমত। লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বাজারগুলোতে সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। আবার কিছু কিছু সবজি দ্বিগুন দামেও বিক্রি হচ্ছে। তবে তাড়াশের বাজারগুলোতে স্থিতিশীল রযেছে অন্যান্য নিত্যপ্রযোজনীয পণ্য,র দাম।
সরেজমিনে উপজেলার নওঁগা , মহিষলুটি, মান্নাননগর, নাদোসৈয়দপুর,বারুহাস,গুল্টা ও বিনসাড়াসহ বিভিন্ন হাট বাজার ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা সদর বাজারে গিয়ে দেখা গেছে দুদিন আগে যে ঢেঁড়স ও পটল বিক্রি হত ৩০ থেকে ৪০ টাকা কেজি সেই ঢেঁড়স ও পটল বিক্রি হচ্ছে ৬০টাকা কেজি। দু,দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে দ্বিগুন অর্থ্যাৎ ৩০ থেকে ৪০ টাকা। বেগুন বিক্রি হত ৩০ থেকে ৩৫ টাকা কেজি । বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। এছারাও অন্যান্য কাচা সবজি প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে। ব্যবসাযীরা জানিযেছেন, লকডাউনের ফলে পাইকারী বাজারে সবজি আমদানি কম হওয়ায় মোকামে সব সবজি বেশি দামে কিনতে হচ্ছে।
এছারাও সবজি বহনে ভাড়াও গুনতে হচ্ছে বেশি। তাই পুঁজি বাচাতে বাধ্য হয়েই কিছুটা বেশি দরে সবজি বিক্রি করতে হচ্ছে। দাম বেড়েছে। তবে পাইকারী বাজারে আমদানি প্রচুর হলে সবজি বাজার স্বাভাবিক হযে আসবে। উপজেলার হাট বাজার গুলোতে আলু, পটল, করলা, টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বেগুন, মূলা, লাল শাক, লাউ, মিষ্টি কুমড়া, ডাটাশাকসহ কাচা সবজি প্রচুর পরিমান বেশি ধামে বিক্রি হওয়ায় বিপাকে পরেছেন সাধারন জনগন। হটাৎ সবজির দাম বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে কিছুটা অস্থিকর অবস্থা বিরাজ করছে। তাড়াশ বাজারের মো: শামিম হোসেন বলেন, বাজারে সবজির কোনো কমতি নেই । কিন্তু বাজারে এসে দেখি ব্যবসায়ীরা লকডাউনের অজুহাত দেখিয়ে সবকিছুরই দাম বাড়িয়ে দিয়েছে।
কোনোরকম অজুহাত পেলেই দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। এটা ব্যবসায়ীদের অভ্যাসে পরিনতি হয়েছে। এদিকে, বাজারে পেঁযাজ, আদা, রসুনের দাম লকডাউনে নতুন করে বাড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে । অন্যদিকে, মুদি ব্যবসায়ীরা জানিয়েছেন, লকডাউনের পরে তেল, চিনি, আটার মতো পণ্যগুলোর দাম স্থিতিশীল রয়েছে। এখনও বাজারে লকডাউনের কোনো প্রভাব লক্ষ্য করা যাযনি। সবজির এমন দামে ক্রেতাদের মধ্যে কিছুটা অস্বস্তি বিরাজ করছে। শান্তিনগর বাজারে তৌহিদুর রহমান বলেন, সবজির কোনো কমতি নেই । বাজারে লকডাউনের কোনো প্রভাবও নেই। সেই হিসাবে সব সবজিরই দাম কমার কথা। কিন্তু বাজারে এসে দেখি সবকিছুরই দাম বেড়ে গেছে। কোনোরকম অজুহাত পেলেই দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। এটা তাদের স্বভাবে পরিণত হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com