কামারখন্দে পবিত্র কোরআন শরিফ হাতে নিল ১৫ মাদ্রাসা ছাত্র
১৬ অক্টোবর, ২০২৫ ১১:৩২ অপরাহ্ন

  

কামারখন্দে পবিত্র কোরআন শরিফ হাতে নিল ১৫ মাদ্রাসা ছাত্র

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৫-০৩-২০২১ ০৯:০৭ অপরাহ্ন
কামারখন্দে পবিত্র কোরআন শরিফ হাতে নিল ১৫ মাদ্রাসা ছাত্র
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরটেংরাইল পূর্ব পাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ১৫ শিক্ষার্থী হাতে নিল পবিত্র কোরআন শরিফ শুক্রবার(৫মার্চ) দুপুর ২টায় প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল বাড়ি আকন্দ সভাপতিত্বে গ্রামবাসি একান্ত সহযোগিতায় উক্ত মাদ্রাসার মুহতামিম হাবিবুর রহমান ফিরোজীর মাধ্যমে ১৫ জন ছাএ কে কোরআন শরিফ হাতে দেওয়া উপলক্ষ্যে গজল, কেরাত, হামদ, নাত সহ কোরআন হাতে দেওয়া উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন করেছে প্রতিষ্ঠান কর্তপক্ষ । এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহ সভাপতি আব্দুল হাকিম মেম্বর, ধর্মিও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামতৈল দারুল উলুম কউমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু মুসা , শ্যামপুর উত্তর পাড়া জামে মসজিদের পেশ ইমাম ফিরোজ আহমেদ সাহেব প্রমুখ ।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৫-০৩-২০২১ ০৯:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 581 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com