শিরোনামঃ
![]() ২৪-০২-২০২১ ০৭:০৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : জেলার শাহজাদপুরের দরগাহপাড়া মহল্লায় হযরত মখদুম শাহ দৌলা শহিদ ইয়ামেনী (রাঃ) এর মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে ওস্তাদজী হযরত শামসুদ্দিন তাবরেজী (রঃ) এর বাৎসরিক ওরশ ছিল গত ২২ ফেব্রুয়ারি সোমবার। ওই দিন সন্ধার পর থেকেই শুরু হয় দেশ বরেণ্য বিভিন্ন ইসলামী বক্তার ওয়াজ মাহফিল।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লীরা ওয়াজ শোনার জন্য মসজিদ প্রাঙ্গণে জমায়েত হয়েছিল। ঈশা’র নামাজের পর ওয়াজ মাহফিলের মাইকে পরবর্তী বক্তা হিসেবে ঘোষনা দেয়া হয় শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেনের নাম। নাম শোনা মাত্রই পরিচিত জনরা তার বক্তব্য শোনার জন্য অধীক আগ্রহী হয়ে পড়ে।
যথারীতি সহকারী কমিশনার মোঃ মাসুদ হোসেন উপস্থিত মুসল্লীদের সালাম জানিয়ে তার ওয়াজ শুরু করেন। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে প্রায় ১ঘন্টা সময় তিনি ওয়াজ করেন। ওয়াজে পবিত্র আল কোরআনের বিভিন্ন আয়াত ও বিভিন্ন হাদিস গ্রন্থের হাদিসের উদ্ধৃতি দিয়ে ইসলাম ধর্মের পালনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
তিনি তার আলোচনায় বলেন, আল্লাহকে পাওয়া তথা পরকালের বেহেস্তি জীবন অর্জন করা একদিকে যেমন খুবই সহজ, অপরদিকে, সামান্য ভ‚লে শাস্তির জায়গা জাহান্নামে যাওয়াও অসম্ভব নয়। তিনি যুক্তিসহকারে বলেন, একজন মুসলমানের যেকোন একটি ছোট্ট ভালো কাজের জন্য আল্লাহ সন্তুষ্ট হতে পারেন, আবার সামান্য একটি ভূলের জন্য আল্লাহ তা’য়ালা অসন্তুষ্টও হতে পারেন।
এজন্য সবারই অযথা কথা বলা, অতিরিক্ত কথা বলা ঠিক নয়। তাতে কখনো কারও মারাত্মক ভ‚ল হতে পারে। তিনি আরও বলেন, সকল দুর্নীতির উর্ধ্বে হলো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এবং অনৈতিক কাজে লিপ্ত হওয়া। মানুষ রূপি জানোয়ার না হয়ে, মানুষের কল্যাণে সকলেরই কাজ করা উচিত। খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। সু-মধুর কণ্ঠের এ ওয়াজ শুনে সকলেরই একই মন্তব্য, তিনি শুধু সহকারি কমিশনার (ভূমি)ই নন, তিনি একজন ইসলামিক চিন্তাবিদ ও বক্তাও বটে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com