বেলকুচির দেলুয়া ঈদগাঁ মাঠের বাউন্ডারি ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র
১৭ অক্টোবর, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন

  

বেলকুচির দেলুয়া ঈদগাঁ মাঠের বাউন্ডারি ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-০২-২০২১ ১০:৪৫ অপরাহ্ন
বেলকুচির দেলুয়া ঈদগাঁ মাঠের বাউন্ডারি ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার দেলুয়া ঈদগাঁ মাঠের বাউন্ডারির ভিত্তি প্রস্তর স্থাপন করেছে নব নির্বাচিত পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে বেলকুচি পৌর এলাকার দেলুয়া বাজার সংলগ্ন ঈদগাঁ মাঠের বাউন্ডারির প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর করেন সে। এ সময় নব নির্বাচিত পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জুয়ার ভয়ে যাচ্ছে, বেলকুচি পৌর সভার একটি ডিজিটাল পৌর সহর গড়ে তুলতে কাজ করে যাবো। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, তারেক সরকার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্না-অহ্বায়াক ফারুক সরকার সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-০২-২০২১ ১০:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 771 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com