তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনায় তাড়াশে দোয়া অনুষ্ঠিত
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২৫-১২-২০২০ ০৬:৪৯ অপরাহ্ন
|
|
তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনায় তাড়াশে দোয়া অনুষ্ঠিত
এম এ মাজিদ:
দৈনিক ইত্তেফাকের গৌরবময় ৬৮ বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ আছর তাড়াশ মডেল প্রেসক্লাব হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন, তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও তাড়াশ সিনিয়র ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. আনিছুর রহমান।
দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা ও তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, তাড়াশ মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাক রাজু, তাড়াশ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক মানবজমিন চলনবিল প্রতিনিধি ও সিরাজগঞ্জ কন্ঠ ডট কমে’র সিনিয়র ষ্টাফ রিপোর্টার এম এ মাজিদ, সাধারণ সম্পাদক ও নয়াদিগন্ত সংবাদদাতা লুৎফর রহমান, সহ-সাধারণ সম্পাদক ও ইনকিলাব সংবাদদাতা শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও স্বদেশ প্রতিদিন সংবাদদাতা হাদিউল হৃদয়, সদস্য ও সময়ের আলো প্রতিনিধি শায়লা পারভীন প্রমূখ।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-১২-২০২০ ০৬:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 375 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ