সলঙ্গায় রমজান বাড়তে থাকায় ইফতার বাজার জমে ঊঠেছে
১৮ মে, ২০২৪ ১০:২০ অপরাহ্ন

  

সলঙ্গায় রমজান বাড়তে থাকায় ইফতার বাজার জমে ঊঠেছে

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১২-০৪-২০২২ ০১:৩১ অপরাহ্ন
সলঙ্গায় রমজান বাড়তে থাকায় ইফতার বাজার জমে ঊঠেছে

 জি,এম স্বপ্না : রোজাদারদের কাছে আনন্দঘন সময় হচ্ছে ইফতার পুর্ব মুহুর্ত। আর এই ইফতারকে আকর্ষনীয় এবং দিন শেষে শরীরকে চাঙ্গা করতে নানা ধরনের মুখরোচক খাবারের পসরা সাজিয়ে আছে সলঙ্গার দোকানীরা। খাবার হোটেল, মিষ্টির দোকান থেকে শুরু করে পাড়া,মহল্লায় রাস্তার মোড়ে মোড়ে টেবিল সাজিয়ে ইফতারির পসরা বসিয়েছে। দুপুর হতে দোকানীরা ইফতার সামগ্রী সাজানো শুরু করলেও বিকেল হতে দোকানগুলোতে ভীড় বাড়তে শুরু হয়। জিলাপি,বেগুনি, খেজুর,ছোলা,বুইন্দি, মুড়ি,নেমকি,পিয়াজু, ঘোল সহ বাহারী আইটেম সাজিয়ে বসেছেন দোকানীরা।

তবে ইফতারে তৃষ্ণা মেটাতে তরমুজ,আখের রসও কেনা কাটাও কম নয়। গত বছরের তুলনায় এ বছর ইফতার সামগ্রীর দাম বেশী বলে জানান ক্রেতারা। তেল, চিনি, পেয়াজ,মরিচসহ দ্রব্যমুল্যের দাম বৃদ্ধিতে ইফতারির দাম একটু বেশী হয়েছে বলেও জানান দেন বিক্রেতারা। সলঙ্গা বাজার আলিম হোটেলের গলি, ডিম হাটা, ফল হাটা, থানা মোড়,মাদ্রাসা মোড়, কলেজ মোড়,কদম তলা চত্তর,ভুষাল হাটা,ধান হাটার গলিতে বসেছে ইফতারি পসরা। রমজানের দিন ক্রমেই বাড়তে থাকায় থানার হাটিকুমরুল রোড গোলচত্বর সহ ৬টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার গ্রাম ও পাড়া মহল্লায় জমে উঠেছে ইফতারি দৃশ্যপট।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১২-০৪-২০২২ ০১:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 541 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com