উল্লাপাড়ায় ভোট কেন্দ্রে হামলা, ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক
০৫ মে, ২০২৪ ০৭:৫৮ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ভোট কেন্দ্রে হামলা, ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৮-০১-২০২৪ ০১:০২ অপরাহ্ন
উল্লাপাড়ায় ভোট কেন্দ্রে হামলা, ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক
রায়হান আলীঃ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার (সিরাজগঞ্জ-৪ আসন) পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন প্রতিহতকারীরা হামলা করে। ৩০/৩৫ জনের একদল যুবক রামদা, হাসুয়া ও লাটিসোটা নিয়ে কেন্দ্রের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এসময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা রাজশাহী মেট্রোপলিটান পুলিশ সদস্য রবিউল আউয়াল জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীদেরকে প্রতিহত করেন। হামলাকারীরা বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে নির্বাচনী কাজে ব্যবহৃত মাইক্রোর চালক জাহাঙ্গীর আহত হন।পুলিশ ৪ জনকে আটক করেছে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রভাষক খায়রুল বাশারসহ অন্য ভোট গ্রহন কর্মকর্তারা জানান, নির্বাচন প্রতিহতকারীরা সকাল ১০টার দিকে ভোট কেন্দ্রের বাইরে দুইটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে এর একটি ককটেল বিস্ফোরিত হয়। এসময় ভোট গ্রহন কর্মকর্তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ককটেল বিস্ফোরের সময় ভোট দিতে আসা লোকজন দ্রুত পালিয়ে যায়। তারা আরো জানান, উল্লিখিত পুলিশ সদস্য রবিউল আউয়ালের সাহসী ভূমিকার কারণে কেন্দ্রের ভোট গ্রহন কর্মকর্তারা রক্ষা পেয়েছেন। পরে খবর পেয়ে উপজেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‍্যাব এই কেন্দ্রে মোতায়েন করা হয়। এই কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত ৪০৪০১ জন ভোটরের মধ্যে ১০৪ ভোট পড়ে বলে উল্লেখ করেন প্রিজাইডিং অফিসার। উল্লাপাড়া ও তাড়াশ পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, রামকান্তপুর ভোট কেন্দ্রের কর্মকর্তাদের পুর্ননিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা হলেন রামকান্তপুর গ্রামের হান্নান, খোকন, কামাল ও পান্না।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-০১-২০২৪ ০১:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 128 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com