সলঙ্গায় ইস্তেস্কার নামাজ আদায়
২১ মে, ২০২৪ ০২:২৩ পূর্বাহ্ন

  

সলঙ্গায় ইস্তেস্কার নামাজ আদায়

নিউজরুম
২৭-০৪-২০২৪ ০৫:২৬ অপরাহ্ন
সলঙ্গায় ইস্তেস্কার নামাজ আদায়
সলঙ্গা প্রতিনিধি : হে আল্লাহ বৃষ্টি দাও।ও মাবুদ প্রকৃতি ঠান্ডা করো।তোমার কাছে বৃষ্টি ফরিয়াদ করছি ওগো প্রভু। মাবুদ মাওলা অনাবৃষ্টি-খরা থেকে আমাদের রেহাই করো।ওগো দয়ার আল্লাহ তুমি আমাদের ইস্তেগফার কবুল কর।আমাদের মাফ করো। মেহেরবান খোদা তুমি আমাদের উপর খাস রহমত নাজিল কর।নামাজ শেষে এভাবে আল্লাহর দরবারে দু'হাত তুলে কান্নাকাটি করতে থাকেন সলঙ্গার মুসুল্লীরা।তীব্র তাবদাহে পুড়ছে সলঙ্গাবাসী।এতে জনজীবন ও প্রাণীকুল অতিষ্ঠ হয়ে পড়েছে।বেশি কষ্টে আছে জীবিকার তাগিদে বাইরে থাকা মানুষগুলো। চলমান তাপদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য আল্লাহর দরবারে ইস্তেস্কার বিশেষ নামাজ আদায় করেন স্থানীয় মুসুল্লীরা। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সলঙ্গা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মুফতী হাফেজ মাও: আব্দুর রউফ এর ইমামতিতে জামায়াত অনুষ্ঠিত হয়।এ সময় ২ রাকাত ইস্তেস্কার নামাজের পুর্বে নসিহতপুর্ণ আলোচনা করা হয়।চলমান তাপদাহ,খরা থেকে মুক্তি ও আল্লাহর রহমত বৃষ্টির জন্য দোয়া চেয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নানা বয়সী মুসুল্লীরা এ নামাজ আদায় ও মোনাজাত করেন।

নিউজরুম ২৭-০৪-২০২৪ ০৫:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 116 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com