হিন্দু ধর্মের হয়েও নিজ উদ্যোগে পৌঁছে দিচ্ছেন ইফতারি
২১ মে, ২০২৪ ০২:০৮ পূর্বাহ্ন

  

হিন্দু ধর্মের হয়েও নিজ উদ্যোগে পৌঁছে দিচ্ছেন ইফতারি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩১-০৩-২০২৪ ০৪:১৯ অপরাহ্ন
হিন্দু ধর্মের হয়েও নিজ উদ্যোগে পৌঁছে দিচ্ছেন ইফতারি
রায়হান আলীঃ ধর্ম হিন্দু তবুও রমজানে ইফতারের আগ মুহূর্তে পথচারীদের ইফতার পৌঁছে দিচ্ছেন সঞ্জয় কুমার কুন্ডু। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার ইফতারের আগ মুহূর্তে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে রিক্সা চালক,পথচারী, শ্রমিক, দিনমজুরদের কে ইফতারের প্যাকেট পৌঁছে দিচ্ছেন তিনি। এই কাজে তাকে সহযোগিতা করছেন তার স্ত্রী অনামিকা কুন্ডু এবং তার ছোট ছেলে ও মেয়ে। পুরো পরিবার নিয়েই ইফতারি বিতরণ করেন তিনি। এভাবেই সাড়ে ৩ শ জন রোজাদার ব্যক্তিকে ইফতার পৌঁছে দেয়৷ তার এমন কর্মকান্ডের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। সঞ্জয়ের বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী। রিকশা চালক নুরুজ্জামান বলেন সে হিন্দু ধর্মের হয়েও রমজানে পথচারীদের ইফতার পৌঁছে দিচ্ছেন এটা অবশ্যই প্রশংসনীয়। পথচারী হামিদুর রহমান জানান একজন ভিন্নধর্মী মানুষ মুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধা থেকেই এমন উদ্যোগ নিয়েছে তার এই উদ্যোগ কে সাধুবাদ জানাই। এ বিষয়ে সঞ্জয় কুমার কুন্ডু জানান পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হলো মানব ধর্ম। রমজান মাসে তিনি পথচারীদের হাতে ইফতারি পৌঁছে দিতে পেরে অনেক আনন্দিত হয়েছেন। এই ইফতারি প্রতি সপ্তাহের একদিনে চলবেই বলে জানিয়েছেন তিনি।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-০৩-২০২৪ ০৪:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 218 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com